শীতের দাপট অব্যাহত কাশ্মীর উপত্যকায়, বাড়ল তাপমাত্রা
শ্রীনগর, ১৪ ডিসেম্বর (হি.স.): তীব্র ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। কাশ্মীরের সর্বত্রই অব্যাহত শীতের দাপট। শ্রীনগর ও পহেলগাম-সহ অধিকাংশ স্থানে রবিবারও কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং কাশ্মীর উপত্যকা জুড়ে
শীতের দাপট অব্যাহত কাশ্মীর উপত্যকায়, বাড়ল তাপমাত্রা


শ্রীনগর, ১৪ ডিসেম্বর (হি.স.): তীব্র ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। কাশ্মীরের সর্বত্রই অব্যাহত শীতের দাপট। শ্রীনগর ও পহেলগাম-সহ অধিকাংশ স্থানে রবিবারও কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং কাশ্মীর উপত্যকা জুড়ে হিমাঙ্কের উপরে উঠেছে।

শ্রীনগর শহরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং পহেলগামে ২.৪ রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ ডিসেম্বরের পর্যন্ত কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাত হতে পারে। উত্তর ও মধ্য কাশ্মীরেই মূলত হতে পারে তুষারপাত। সকালের দিকে কুয়াশার ঘনঘটা বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার বিশেষ কোনও তারতম্য হওয়ার সম্ভাবনা নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande