শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয়, মুখ্যমন্ত্রীকে বার্তা দিলীপ ঘোষের
খড়গপুর, ১৪ ডিসেম্বর (হি.স.): শনিবার সল্টলেকের যুবভারতীর ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার পরই দুঃখপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী জানান, তিনি স্তম্ভিত। এ প্রসঙ্গে রবিবার বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, শুধু ক্ষমা চাওয়া য
দিলীপ ঘোষ


খড়গপুর, ১৪ ডিসেম্বর (হি.স.): শনিবার সল্টলেকের যুবভারতীর ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার পরই দুঃখপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী জানান, তিনি স্তম্ভিত। এ প্রসঙ্গে রবিবার বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট নয়। দোষীদের শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছেন দিলীপ ঘোষ।

মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেওয়া উচিত; কেবল ক্ষমা চাওয়াই যথেষ্ট হবে না। যারা টাকা খরচ করে সেখানে এসেছিলেন তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। দোষী সকলকেই শাস্তি দেওয়া উচিত এবং পুলিশ, আধিকারিক, অথবা মঞ্চে উপস্থিত মন্ত্রী, সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আরএসএস সম্পর্কে বক্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই উত্তর দিয়েছেন। গত একশ বছর ধরে দেশে একটি দেশপ্রেমিক সংগঠন কাজ করছে এবং আরএসএস থেকে উদ্ভূত এর কর্মীরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী হয়েছেন। দেশ এখন সঠিক পথে এগিয়ে চলেছে এবং আরএসএস অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভবিষ্যতে, আরএসএসের লোকজন সর্বত্র উপস্থিত থাকবে, রাহুল গান্ধী যাই করতে চান না কেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande