রেজিনগরে বাসের ধাক্কায় মৃত কৃষক
মুর্শিদাবাদ, ১৪ ডিসেম্বর (হি.স.): বাসের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের। জানা গিয়েছে, মৃতের নাম ইব্রাহিম শেখ। তাঁর বাড়ি রেজিনগর থানার রমনা দাদপুরে। রবিবার ১২ নম্বর জাতীয় সড়কের উপর রেজিনগরের তকিপুর মোড়ে তিনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তাঁর পিছনে থাকা একটি
রেজিনগরে বাসের ধাক্কায় মৃত কৃষক


মুর্শিদাবাদ, ১৪ ডিসেম্বর (হি.স.): বাসের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের। জানা গিয়েছে, মৃতের নাম ইব্রাহিম শেখ। তাঁর বাড়ি রেজিনগর থানার রমনা দাদপুরে। রবিবার ১২ নম্বর জাতীয় সড়কের উপর রেজিনগরের তকিপুর মোড়ে তিনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তাঁর পিছনে থাকা একটি বাসকে ধাক্কা মারে একটি ট্রাক। আর সেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে থাকা ইব্রাহিমকে ধাক্কা দেয়। গুরুতর জখম হন তিনি। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁকে বেলডাঙা ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাস ও ট্রাকটিকে আটক করেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande