মহম্মদবাজারে নিজের দোকান থেকেই উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
বীরভূম, ১৪ ডিসেম্বর (হি.স.): নিজেদের আসবাবপত্রের দোকান থেকেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মহম্মদবাজারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছ
মহম্মদবাজারে নিজের দোকান থেকেই উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ


বীরভূম, ১৪ ডিসেম্বর (হি.স.): নিজেদের আসবাবপত্রের দোকান থেকেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ। পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মহম্মদবাজারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, মৃত যুবকের নাম শেখ ইন্দাদুল। বাড়ি মহম্মদবাজারের কাঁইজুলি বোডিং পাড়ায়। পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে বাড়িতে খাবার খাওয়ার পরে ইন্দাদুল দোকানে যান রাতে থাকার জন্য। পারিবারিক কোনও অশান্তি ছিল না বলে দাবি পরিবারের। এ দিন সকালে বাবা দোকান গিয়ে দেখে দোকানের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। তার পরে দরজার উপরের ফাঁক থেকে দেখা যায় ইন্দাদুল ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তার পরেই খবর দেওয়া হয় মহম্মদবাজার থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। পরিবারের দাবি, দোকানে ছেলের দু'টি মোবাইল ও মানিব্যাগ মেলেনি। তাঁদের এও দাবি, এটা আত্মহত্যা নয়, কেউ তাঁদের ছেলেকে খুন করে তার পরে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande