
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): সংসদে প্রশ্ন করলেই বিজেপি ভয় পেয়ে যায় বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘যখনই রাহুলজি বা খাড়্গেজি কোনও প্রশ্ন করেন, বিজেপি ভয় পেয়ে যায়।’ এর পরেই বিজেপি ইভিএমে ভোট চুরি করছে বলে দাবি করেন তিনি। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘ব্যালটে ভোট করে দেখাক।’
রবিবার দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত এক সমাবেশে প্রিয়াঙ্কা বলেন, সংসদে খুব কমই এক অথবা দুটি আলোচনা হয়। যখনই রাহুলজি বা খাড়্গেজি কোনও প্রশ্ন করেন, বিজেপি ভয় পেয়ে যায়। তাঁরা বলেছিলেন, আমরা বন্দে মাতরম নিয়েও আলোচনা করব। আমি তাদের চ্যালেঞ্জ জানাই একটি সুষ্ঠু নির্বাচন লড়তে। তাদের ব্যালট পেপারে লড়তে দিন এবং তারা নিজেরাই জানে যে তারা কখনওই জিতবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ