
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): ভোট চুরি সংবিধানের ওপর সবচেয়ে বড় আক্রমণ, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এমনটাই মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত সমাবেশে রাহুল গান্ধী বলেছেন, কিছুটা সময় লাগতে পারে, কিন্তু ভারতে সত্যের জয় হবেই। আমরা সত্যের পথ অনুসরণ করি এবং আমরা তাঁদের ক্ষমতা থেকে সরিয়ে দেব। প্রধানমন্ত্রী মোদীর আত্মবিশ্বাস নড়ে উঠেছে, কারণ তারা জানে যে তাদের ভোট চুরি ধরা পড়েছে। ভোট চুরি ভারতের সংবিধানের ওপর সবচেয়ে বড় আক্রমণ।
রাহুল বলেন, আমরা অভিযোগ তুলেছিলাম যে, ভোটার তালিকায় একজন ব্রাজিলিয়ান মহিলার নাম কীভাবে থাকতে পারে? একটি বাড়িতে ৫০০-৬০০ ভোটার কীভাবে থাকতে পারে? হরিয়ানায় উত্তর প্রদেশের নেতারা কীভাবে ভোট দিতে পারেন? আমরা এ বিষয়ে কোনও উত্তর পাইনি। সংসদে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার হাত কাঁপছিল, তিনি এ বিষয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন। তারা ততক্ষণ পর্যন্ত সাহসী যতক্ষণ তারা ক্ষমতায় থাকে।
রাহুল গান্ধী বলেন, তাঁরা (বিজেপি) 'ভোট চুরি' করে। নির্বাচনের সময় ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল। ভারতের নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইন পরিবর্তন করেছেন যাতে নির্বাচন কমিশনার যাই করুন না কেন, তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া না যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ