ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্য, হরিয়ানায় দুর্ঘটনায় আহত বহু যাত্রী
রেওয়াড়ি, ১৪ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার জন্য কমে এসেছিল দৃশ্যমানতা। আর তাতেই বিপত্তি। রবিবার সকালে হরিয়ানার রেওয়াড়ি জেলায় জাতীয় সড়ক ৩৫২ডি-তে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। পর পর তিন থেকে চারটি বাস সামনে থাকা বাসকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন একা
ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্য, হরিয়ানায় দুর্ঘটনায় আহত বহু যাত্রী


রেওয়াড়ি, ১৪ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার জন্য কমে এসেছিল দৃশ্যমানতা। আর তাতেই বিপত্তি। রবিবার সকালে হরিয়ানার রেওয়াড়ি জেলায় জাতীয় সড়ক ৩৫২ডি-তে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। পর পর তিন থেকে চারটি বাস সামনে থাকা বাসকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনাগ্রস্ত বাসগুলি রেওয়াড়ি থেকে ঝাজ্জার দিকে যাচ্ছিল, সেই সময়েই এই দুর্ঘটনাটি ঘটে। প্রথমে একটি বাস দাঁড়িয়ে যায় রাস্তায়। দৃশ্যমানতা কম থাকায় তা বুঝতে পারেনি অন্য বাসের চালক এবং সেই বাসটিতে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande