
কলকাতা, ১৪ ডিসেম্বর (হি.স.): রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু রবিবার সকাল ৬টা থেকে আরও এক দফায় বন্ধ রয়েছে। গত কয়েক মাস থেকেই প্রায় প্রতি সপ্তাহান্তে রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হচ্ছে।
নির্ধারিত সময়সীমা শেষ হলে, অর্থাৎ রাত ৯টার পর আবার সাধারণ মানুষের জন্য সেতু খুলে দেওয়া হবে। এর আগে কয়েকটি রবিবার এই সেতু বন্ধ রাখা হয়েছিল। দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশন (এইচআরবিসি) গত কয়েক মাস ধরে নিয়মিত মেরামত ও সারাইকাজ করছে।
উল্লেখ্য, রক্ষণাবেক্ষণের জন্য দক্ষিণ কলকাতার তারাতলা উড়ালপুলে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত বন্ধ রয়েছে যান চলাচল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ