বাংলাদেশী ৩৫ জন মৎস্যজীবী সহ ২ টি ট্রলার আটক
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : ৩৫ জন বাংলাদেশী মৎস্যজীবী উপকূল রক্ষীবাহিনীর হাতে আটক। বুধবার সকালে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ফের ভারতীয় জলসীমার মধ্যে ২টি ট্রলার ঢুকে পড়ে। ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর হাতে ধৃত বাংলাদেশী মৎস্যজীবীদের এদিন বিকালে
বাংলাদেশী ৩৫ মৎস্যজীবী সহ ২টি ট্রলার আটক


কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : ৩৫ জন বাংলাদেশী মৎস্যজীবী উপকূল রক্ষীবাহিনীর হাতে আটক। বুধবার সকালে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ফের ভারতীয় জলসীমার মধ্যে ২টি ট্রলার ঢুকে পড়ে। ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর হাতে ধৃত বাংলাদেশী মৎস্যজীবীদের এদিন বিকালে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাবিনা নামে এক বাংলাদেশী মৎস্যজীবী ট্রলার ১১ জন মৎস্যজীবী ও রূপসী সুলতানা নামে একটি বাংলাদেশী মৎস্যজীবী ট্রলার ২৪ জন মৎসজীবীকে নিয়ে বাংলাদেশী জল সীমানার মধ্যেই মাছ ধরছিল। এদিন সকালে মাছ ধরার সময় তারা আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে এবং ভারতীয় জলসীমার মধ্যেই ঢুকে পড়ে। এরপর ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর সন্দেহ হওয়ায় তাদের ট্রলার দুটিকে ঘিরেই জিজ্ঞাসাবাদ করে কাগজপত্র দেখতে চেয়েছে। কাগজপত্র পরীক্ষা করার পর ২ টি ট্রলার সহ ৩৫ জন বাংলাদেশী মৎস্যজীবীকে আটক করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande