
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি. স. ) : বিজেপি-কে ফের ‘বাংলাবিরোধী’ বলে প্রকাশ্যে অভিযুক্ত করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন একথা বলছেন তাঁর ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা থেকে আবাস যোজনা, বাংলার মানুষের রায়ে পরাজিত হওয়ার পর থেকে ক্রমাগত বাংলার টাকা আটকে রাখা, বাংলার মানুষের ওপর অত্যাচার চালিয়ে যাওয়াটাই বিজেপির রাজধর্ম হয়ে দাঁড়িয়েছে।
এমনকী বাংলায় কথা বলার জন্য ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের ওপর নির্যাতন কী না করেনি এরা। এই কারণেই এদের আমরা বাংলাবিরোধী বলি।
তিনি বলেন, ''৫০ হাজার কোটি টাকা বকেয়া হয়ে রয়েছে কেন্দ্রের কাছে। ৫ বছর ধরে সেই টাকা আটকে রেখেছে কেন্দ্র। নাম বদলে দিলে কী-ই বা হবে! যেখানে সুপ্রিম কোর্টে ইউনিয়নের স্পেশ্যাল লিভ পিটিশন বাতিল করে দেওয়া হয়েছে।''
শুধু তাই নয়, বিজেপিকে বাংলাবিরোধী বলেও কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক। মহাত্মা গান্ধীর কথায় উঠে আসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গও। তিনি বলেন, ''আমরা বিজেপিকে জমিদার বা বাংলাবিরোধী কেন বলেছি? কারণ ওদের এটা জানা নেই যে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় হয়েছিল। মহাত্মা গান্ধীর যে মহাত্মা উপাধি, তা রবীন্দ্রনাথ ঠাকুরেরই দেওয়া। এটা আমরা দিইনি বা দেশের অন্য কোনও সাধারণ মানুষ দেননি।''
অভিষেক বলেন, ''মহাত্মা গান্ধীর নামই সরিয়ে দেওয়া এটাই বোঝায় যে, মোদী সরকার বা বিজেপি সরকারের নজরে মহাত্মা গান্ধীর কতটা গুরুত্ব রয়েছে।''
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত