
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি.স.): ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলো বিজেপি। যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় বুধবার কলকাতায় প্রতিবাদ মিছিল বের করে বিজেপি, নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনেক বিজেপি নেতা ও কর্মীরা এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন। ভিআইপি গেটের ভিতরে ঢুকতে যান তাঁরা, বন্ধ থাকায় স্টেডিয়াম চত্বরে বিক্ষোভ দেখানো হয়।
শুভেন্দু বলেন, বিক্ষোভ ও প্রতিবাদ চলবে এবং আগামীকালের জন্য আদালতে আমাদের আপিলও দায়ের করা হয়েছে। তাঁকে (অরূপ বিশ্বাস) হেফাজতে নেওয়া উচিত; তিনি সম্পূর্ণরূপে দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ