
মুর্শিদাবাদ, ১৭ ডিসেম্বর (হি.স.): ছ'টি সকেট বোমা উদ্ধার করল মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানিনগরের নরেন্দ্রপুর এলাকা থেকে ওই বোমাগুলি উদ্ধার করা হয়েছে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াড কর্মীদের।
উল্লেখ্য, দিন কয়েক আগেই এক রাতের মধ্যে প্রায় ১০০ বোমা উদ্ধার হয় মুর্শিদাবাদে। জেলার দুটি পুলিশ জেলায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায়। সেসময় বেলডাঙা থানার কাজিশা গ্রামে হানা দেয় পুলিশ। সেখানে দুটি ড্রামে রাখা ছিল বিপুল পরিমাণ সকেট বোমা। পুলিশের একটি সূত্রে খবর, ওই গ্রাম থেকেই ৮৯টি সকেট বোমা উদ্ধার হয়েছে। আবার জলঙ্গি থানার ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের বুধগাড়ি সিশাগ্রামে হানা দেয় পুলিশের একটি দল। সেখানে তল্লাশির সময় একটি হলুদ নাইলন ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় ১০টি সকেট বোমা। সালারেও উদ্ধার হয় সকেট বোমা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ