স্বাস্থ্য দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে সাইবার প্রতারণার অভিযোগ, মামলা রুজু
নয়ডা, ১৭ ডিসেম্বর (হি.স.): আইজিএল গ্যাসের বিল জমা দেওয়ার নামে স্বাস্থ্য দফতরের এক অবসরপ্রাপ্ত আধিকারিকের কাছ থেকে প্রায় ১ লক্ষ ৯৭ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ১১৩ থানায় মামলা
স্বাস্থ্য দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে সাইবার প্রতারণার অভিযোগ, মামলা রুজু


নয়ডা, ১৭ ডিসেম্বর (হি.স.): আইজিএল গ্যাসের বিল জমা দেওয়ার নামে স্বাস্থ্য দফতরের এক অবসরপ্রাপ্ত আধিকারিকের কাছ থেকে প্রায় ১ লক্ষ ৯৭ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ১১৩ থানায় মামলা রুজু হয়েছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, সেক্টর ৭৬-এর আম্রপালি সিলিকন সিটির বাসিন্দা স্বাস্থ্য দফতরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ডা. রাজেশ্বর কুমার ভাটস মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তাঁর মোবাইলে একটি বার্তা আসে, যেখানে বলা হয় আইজিএল গ্যাসের বিল বকেয়া রয়েছে এবং দ্রুত টাকা না দিলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অভিযোগ, কৌশলে প্রতারকরা তাঁর ডেবিট কার্ডের তথ্য সংগ্রহ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে ১ লক্ষ ৯৭ হাজার ২৪৫ টাকা তুলে নেয়। সেক্টর ১১৩ থানার আধিকারিক কৃষ্ণ গোপাল শর্মা জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande