
শিলচর (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : বরাক উপত্যকার তিন জেলা যথাক্ৰমে কাছাড়, শ্ৰীভূমি এবং হাইলাকান্দিতে সরকারি বিজ্ঞপ্তি, নির্দেশিকা ইত্যাদি স্বীকৃত বাংলা ভাষায় না করায় উত্তরপূর্ব-ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।
পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক ড. হারাণ দে এ ব্যাপারে কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দির জেলাশাসকদের চিঠি পাঠিয়ে সরকারি সমস্ত বিজ্ঞপ্তি কিংবা আদেশ ইত্যাদিতে ইংরাজির সঙ্গে বাংলা সন্নিবিষ্ট করার অনুরোধ জানিয়েছেন।
হারাণ দে প্রেরিত চিঠিতে বলেছেন, রাজ্য ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত মুখ্যসচিব অজয়শংকর তিওয়ারি গত ১৪ এপ্রিল ব্রহ্মপুত্র উপত্যকায় অসমিয়া, বিটিআর (বডোল্যান্ড)-এ বড়ো এবং বরাক উপত্যকায় বাংলা ভাষা ব্যবহারের যে নির্দেশ দিয়েছেন তা রূপায়ণ করা উচিত।
পরিষদের সভাপতি আরও বলেন, অতিরিক্ত মুখ্যসচিব তিওয়ারি ভাষা সংক্রান্ত এই নির্দেশ জারি করার পর বরাক উপত্যকার জেলাগুলোত দু-একটি বিজ্ঞপ্তি বাংলায় জারি করা হলেও বর্তমানে বাংলাকে উপেক্ষা করে বিজ্ঞপ্তিগুলো কেবল ইংরেজিতেই প্রকাশ করা হচ্ছে, যা উদ্বেগের বিষয়।
উল্লেখ্য, দিশপুরে রাজ্য সচিবালয়ে বিজ্ঞপ্তি অথবা আদেশগুলো অসমিয়া ভাষায় প্রকাশ করার জন্য পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যেই মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিবকে অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস