বাসন্তীতে আগুনে পুড়ে মৃত এক গৃহবধূ
বাসন্তী, ১৭ ডিসেম্বর (হি. স.): ভাত রান্না করতে গিয়ে উনুনের আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম যশোদা মাহাতো(৫০)। ঘটনাটি ঘটেছে বাসন্তীর ৫ নম্বর চরাবিদ্যা গ্রামে। মঙ্গলবার রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ক্যানিং থানার পু
বাসন্তীতে আগুনে পুড়ে মৃত এক গৃহবধূ


বাসন্তী, ১৭ ডিসেম্বর (হি. স.): ভাত রান্না করতে গিয়ে উনুনের আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম যশোদা মাহাতো(৫০)। ঘটনাটি ঘটেছে বাসন্তীর ৫ নম্বর চরাবিদ্যা গ্রামে। মঙ্গলবার রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দিন দুয়েক আগে বাড়িতে উনুন জ্বালিয়ে রান্নার কাজ করছিলেন যশোদা। উনুন থেকে পাশের খড়ের স্তূপে আগুন লেগে গেলে অগ্নিদগ্ধ হন যশোদা। মূলত ভাতের ফ্যান ঝরানোর সময় দুর্ঘটনাটি ঘটে। যশোদার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসার পর মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande