
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স. ) : সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং তাঁর ছেলের পদবী খসড়া ভোটার তালিকায় বদলে গেল বলে যে অভিযোগ উঠেছে, নির্বাচন দফতর তাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না। যদিও নির্বাচন কমিশন থেকে এই অভিযোগের সত্যতা স্বীকারও করা হয়নি।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সূত্রে দাবি করা হয়েছে, সেলিমের দুই পুত্র রাসেল (৩৮) ও অতীশ আজিজের (৩৫) পদবী, বাবার নাম খসরা তালিকায় ঠিকই আছে। কমিশনের তরফে তার প্রমাণও দেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য, খসরা তালিকায় ভুল থাকলে তা সংশোধন করে নেওয়া হবে। খসড়া তালিকায় কিছু ভুল থাকতেই পারে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত সংশোধন করে নেওয়া হবে।
অতীশ আজিজও জানিয়েছেন, তিনি সিপিআইএমের বুথ লেভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে নাম সংশোধনের আবেদন করবেন।
উল্লেখ্য, এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পরই মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে ২৪ লক্ষ ভোটারকে ‘মৃত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ১৯ লক্ষকে ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ এবং ১২ লক্ষ ভোটারকে ‘নিখোঁজ’ বলে দেখিয়েছে কমিশন। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে এমনিতেই বিরোধীদের তোপের মুখে তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত