দৃশ্যমানতা কম, দিল্লি বিমানবন্দরে বাতিল ১০ উড়ান
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা বুধবার সকালেও ধোঁয়াশার চাদরে ঢেকেছে। দৃশ্যমানতা অত্যন্ত কম হওয়ায় সকালে দিল্লি বিমানবন্দরে ১০টি উড়ান বাতিল হয়ে গিয়েছে। সেই আবহে যাত্রীদের জন্য সতর্কবার্তা জারি করছে উড়ান সংস্থা ইন
দৃশ্যমানতা কম, দিল্লি বিমানবন্দরে বাতিল ১০ উড়ান


নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা বুধবার সকালেও ধোঁয়াশার চাদরে ঢেকেছে। দৃশ্যমানতা অত্যন্ত কম হওয়ায় সকালে দিল্লি বিমানবন্দরে ১০টি উড়ান বাতিল হয়ে গিয়েছে। সেই আবহে যাত্রীদের জন্য সতর্কবার্তা জারি করছে উড়ান সংস্থা ইন্ডিগো। জানানো হয়েছে, বুধবার বাতিল হতে পারে আরও বেশ কিছু উড়ান। কোনও কোনও উড়ানের সময়সূচিতেও রদবদল হতে পারে। এ দিন সকালে দিল্লির বায়ুর গুণমানের সূচক (একিউআই) ছিল ৩০০-র ওপরেই।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande