জৈব পণ্য উৎপাদনে স্বসহায়ক দলগুলিকে এগিয়ে আসার আহ্বান রাজ্যপালের
আগরতলা, ১৭ ডিসেম্বর (হি.স.) : বুধবার সন্ধ্যায় রাজপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত আঞ্চলিক সরস মেলা পরিদর্শন করেন। মেলায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, সরস মেলা গ্রামীণ স্বউদ্যোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প
সরস মেলায় রাজ্যপাল


আগরতলা, ১৭ ডিসেম্বর (হি.স.) : বুধবার সন্ধ্যায় রাজপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত আঞ্চলিক সরস মেলা পরিদর্শন করেন। মেলায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, সরস মেলা গ্রামীণ স্বউদ্যোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সঠিক সহায়তা, দিকনির্দেশনা ও বাজারজাতকরণের সুযোগ পেলে গ্রামীণ অর্থনীতিতে স্বউদ্যোগীদের উৎপাদিত সামগ্রী উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, বর্তমানে সর্বত্র জৈব পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তাই স্বসহায়ক দলগুলিকে জৈব পণ্য উৎপাদনে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি মেলায় আগত দর্শনার্থীদের স্থানীয় ব্যবসায়ী ও উৎপাদকদের কাছ থেকে বিভিন্ন সামগ্রী কেনার আহ্বান জানান।

এই উপলক্ষে রাজ্যপাল ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের নিউজ লেটার ‘স্তুতি’-এর আবরণ উন্মোচন করেন। পাশাপাশি খোয়াই জেলার স্বসহায়ক দল ব্র্যান্ড ‘খোয়াই ক্রিয়েশন’, গোমতী জেলার ‘ব্লু টি’ ও ‘ত্রিপুরেশ্বরী আগরবাতি’ এবং উত্তর ত্রিপুরা জেলার ব্র্যান্ড ‘খাচুক’-এর আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কারও প্রদান করেন রাজ্যপাল। মেলা পরিদর্শনকালে তিনি স্বসহায়ক দলের সদস্যদের পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও মতবিনিময় করেন।

আজকের এই কর্মসূচিতে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তড়িৎকান্তি চাকমা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande