শ্রীভূমি জেলায় গমের মজুত নিয়ন্ত্রণে নতুন সময়সীমা ও নির্দেশিকা জারি
শ্রীভূমি (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : ভারত সরকারের নির্দেশনানুসারে এবং অসম সরকারের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের আদেশে শ্রীভূমি জেলায় গমের মজুত নিয়ন্ত্রণে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। জেলাশাসকের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়ে হয়েছ
শ্রীভূমি জেলায় গমের মজুত নিয়ন্ত্রণে নতুন সময়সীমা ও নির্দেশিকা জারি


শ্রীভূমি (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : ভারত সরকারের নির্দেশনানুসারে এবং অসম সরকারের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের আদেশে শ্রীভূমি জেলায় গমের মজুত নিয়ন্ত্রণে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে।

জেলাশাসকের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়ে হয়েছে, বাজার নিয়ন্ত্রণ এবং গমের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের জন্য মজুতসীমা বা স্টক লিমিট কার্যকর করা হয়েছে। সে অনুসারে খুচরা বিক্রেতা সর্বোচ্চ ১০ মেট্রিক টন, পাইকারি বিক্রেতা সর্বোচ্চ ৩ হাজার মেট্রিক টন (নিজস্ব এবং তৃতীয় পক্ষের মজুত সহ)-এর পাশাপাশি, বিগ চেইন রিটেইলার প্রতিটি আউটলেটের জন্য ১০ মেট্রিক টন এবং সমস্ত আউটলেট মিলিয়ে মোট ৩ হাজার মেট্রিক টন মজুতসীমা বেঁধে দেওয়া হয়েছে।

এছাড়া ময়দা কল বা প্রসেসরদের গমের ক্ষেত্রে মাসিক উৎপাদন ক্ষমতা অথবা বার্ষিক উৎপাদন ক্ষমতার ১০ শতাংশের মধ্যে যেটি বেশি এবং গমজাত পণ্যের ক্ষেত্রে বার্ষিক উৎপাদন ক্ষমতার ১০ শতাংশ করে মজুতসীমা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যে সমস্ত ব্যবসায়ীর কাছে নির্ধারিত সীমার অতিরিক্ত মজুত রয়েছে, তাঁদের এই নোটিশ জারির ১৫ দিনের মধ্যে অতিরিক্ত মজুত কমিয়ে নিয়ম মেনে বিন্যাস করতে হবে। সকল গম মজুতকারী সংস্থাকে সরকারি হুয়েট স্টক লিমিট পোর্টালে বাধ্যতামূলকভাবে নিবন্ধীকরণ বা তথ্য আপডেট করতে বলা হয়েছে। এই নিয়ম লঙ্ঘন করলে অত্যাবশ্যক পণ্য আইন, ১৯৫৫ অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসন জানিয়েছে, বাজার পরিদর্শনের সময় সংশ্লিষ্ট আধিকারিকদের পূর্ণ সহযোগিতা করতে হবে এবং নিয়মিত সাপ্তাহিক রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande