
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স. ) : এ আই আসছে, প্রযুক্তিও বাড়ছে। তবে তার জেরে যাতে মানুষের রুজি-রোজগার না যায়, সেই দিকেই বাড়তি নজর দেবে রাজ্য। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু কীভাবে, কোন ক্ষেত্রে রুজি-রোজগারের দিকে বাড়তি নজর দেবে রাজ্য, তার নির্দিষ্ট দিশা দেখাননি মুখ্যমন্ত্রী। আর সাফল্যের যে সব তথ্য তিনি দাখিল করেছেন, সেগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন বহু মানুষের।
তাঁর কথায়, “এআই অপারেশন করছে, সেটা মানছি। কিন্তু মানবিক ছোঁয়া দরকার। এ আই করতে গিয়ে যেন কাজ না চলে যায়, এমন কিছু করব না, যাতে মানুষ বে রোজগার হয়ে যায়। তাদের দিকটাও লক্ষ্য রাখতে হবে। পেটের ক্ষুধা বড় ক্ষুধা।”
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে কলকাতা ও শিলিগুড়িতে বানিজ্য ও রফতানি ক্ষেত্রের জন্য আলাদা বানিজ্য অঞ্চল তৈরি করা হবে। আগামী দিনে প্যাকেজিং ও ব্র্যান্ডিংয়ের উপর বিশেষ জোর দেবে সরকার। পাশাপাশি, ব্যবসায়িক সমস্যা দ্রুত মেটাতে আগামী ১৫ দিনের মধ্যে একটি কল্যাণ পর্ষদ গঠনের নির্দেশ দেন তিনি। সেই বোর্ডে রাজ্যের প্রতিটি জেলার ব্যবসায়িক সংগঠনকে যুক্ত করার কথাও জানান মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত