ব্যবসায়ীদের স্বার্থে পশ্চিমবঙ্গে চালু করা হল নতুন পোর্টাল
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স. ) : মুখ্যমন্ত্রীর বক্তব্য, অনেক ক্ষেত্রে সরকার বা বিভিন্ন সংস্থার কাজ শেষ করেও সময়মতো টাকা পান না ব্যবসায়ীরা। ফলে আর্থিক চাপ বাড়ে। মুস্কিল আসানের লক্ষ্যে পশ্চিমবঙ্গে চালু করা হল নতুন পোর্টাল। বুধবার নেতাজি ইন্ডোর স্টে
ব্যবসায়ীদের স্বার্থে পশ্চিমবঙ্গে চালু করা হল নতুন পোর্টাল


কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স. ) : মুখ্যমন্ত্রীর বক্তব্য, অনেক ক্ষেত্রে সরকার বা বিভিন্ন সংস্থার কাজ শেষ করেও সময়মতো টাকা পান না ব্যবসায়ীরা। ফলে আর্থিক চাপ বাড়ে। মুস্কিল আসানের লক্ষ্যে পশ্চিমবঙ্গে চালু করা হল নতুন পোর্টাল।

বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, এ বার কাজ শেষ হলে পোর্টালে আপডেট করলেই সংশ্লিষ্ট সংস্থা দ্রুত টাকা দিতে বাধ্য থাকবে। একই সঙ্গে ওই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানালে দ্রুত পদক্ষেপ করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা হচ্ছে ভারতের বানিজ্যের ফটক। রাজ্যে ছ’টি অর্থনীথি পথ তৈরি হচ্ছে বলে জানান তিনি। সেগুলি চালু হলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলেই তাঁর দাবি। মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, রাজ্যের মাঝারি ও ক্ষুদ্র শিল্পক্ষেত্রে (এমএসএমই) রয়েছে ৯৩ লক্ষ শিল্প, যেখানে কাজ করেন প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ। এর সঙ্গে যুক্ত রয়েছে আরও ১৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande