
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি স): যুবভারতী ক্রীড়াঙ্গণে মেসি কাণ্ডের প্রেক্ষিতে রাজ্যের কড়া সমালোচনা করলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বুধবার তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছেন এবং শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন। যেসব অনুরাগীদের গ্রেফতার করা হয়েছে তাঁরা কোনও অপরাধ করেননি, তাঁরা টাকা দিয়ে টিকিট কিনেছেন তাঁরা যোগ্য। তাঁদের অনেকেই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, উচ্চ শিক্ষিত।
অথচ যাঁরা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি করল তাদের কিছু করা হয়নি। ২৫ কোটি টাকা কে অগ্রিম দিয়েছে? এতে পুরো দলটা যুক্ত। শুধু একজনকে গ্রেফতার করে নাটক করা হল। ডিজি-কে পরিচালনা করে সরকার। মেসিকে তৃণমূলের নেতা নেত্রীরা ঘিরে রেখেছিলেন।
যৌথ সাংবাদিক সম্মেলনে রাজ্যকে তোপ দেগে শুভেন্দু অধিকারী বলেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে মিথ্যা মামলায় তাঁদের আইনি সাহায্য আমরা দেব। আমরা এই নিয়ে একটি জনস্বার্থ মামলা করেছি। যাঁরা প্রতারিত হয়েছেন তাঁদের পাশে থাকার বার্তা দেন বিরোধী দলনেতা।
শমীকবাবু বলেন, রাজ্যের সার্বিক ব্যর্থতাকে ঢেকে রাখতে আগে ছিল এসআইআর আর এখন সেটাকে চ্যালেঞ্জ করেছেন। বিজেপি কারও দয়ায় টিকে নেই। মানুষের আশীর্বাদে বিজেপি এই জায়গায় আছে। আমাদের কর্মীদের যত মিথ্যা মামলা দিক, কর্মীদের উপর হামলা হোক, গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর বিজেপির সরকার হবে - এটা কেউ আটকাতে পারবে না।
কালীঘাটের মা কালী ফাইল ছেড়ে দিয়েছেন, মেদিনীপুরে জগন্নাথ মন্দির করা হয়েছে - স্বাধীন তাম্রলিপ্ত সরকারের ইতিহাস পুনরাবৃত্ত হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলাবে। ২০২৬ এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত