
গুয়াহাটি, ১৭ ডিসেম্বর (হি.স.) : ধুবড়ি এবং শিলঘাটের মধ্যে যে রাজ্যরানী এক্সপ্রেস ট্রেন বর্তমানে সপ্তাহে তিন দিন চলে, তা সপ্তাহে সাত দিনই চালানোর দাবি জানিছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেআরইউসিসির সদস্য এবং উত্তরপূর্ব-ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেআরইউসিসির সদস্য এবং উত্তরপূর্ব-ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি ড. হারাণ দে এই দাবির ভিত্তিতে এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তবকে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে হারাণ দে জেনারেল ম্যানেজারকে রাজ্যরানি ট্রেনটি সপ্তাহে সাত দিন চালানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে বলেছেন, যেহেতু ধুবড়ি ও শিলঘাটের মধ্যে সপ্তাহে তিন দিন চলাচলকারী এই ট্রেনটি যাত্রীদের পরিবহণ সমস্যা মেটাতে পারছে না, তাই একে সপ্তাহের সাত দিনই চালানো উচিত।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস