
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : সিপিআইএমের রাজ্য সম্পাদক ও প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম এবং তাঁর ছেলে অতীশ আজিজের পদবী খসড়া ভোটার তালিকায় বদলে গেল বলে অভিযোগ তোলা হয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রশ্ন তুলছে। অভিযোগ, মুসলিম পরিচয়ের বদলে তাঁদের নামে জুড়ে দেওয়া হল ‘ব্রাহ্মণ’ পদবী 'অবস্থি'। ভোটার তালিকার এই ভয়ানক ভুল ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলছে বিরোধীদের একাংশ।
মঙ্গলবার প্রকাশিত খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে, অতীশ আজিজের ‘শেষ নাম’ হিসেবে বাংলায় লেখা রয়েছে ‘অবস্থি’। শুধু তাই নয়, বাবার নামের পাশে আত্মীয়ের তথ্যেও একই পদবী বসানো হয়েছে। অর্থাৎ, মহম্মদ সেলিমের নামের সঙ্গেও জুড়ে দেওয়া হয়েছে ‘অবস্থি’। বিষয়টি সামনে আসতেই ফেসবুকে পোস্ট করে ক্ষোভ উগরে দেন অতীশ। তিনি লেখেন, “নির্বাচন কমিশন আমাকে ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে, আর আমার বাবাকেও।” সঙ্গে ভোটার তথ্যের ছবিও পোস্ট করেন তিনি।
অতীশ আজিজ সংবাদমাধ্যমকে জানান, তাঁর বাবা কয়েক দশক ধরে রাজনীতিতে সক্রিয়। এমন পরিচিত মুখের ক্ষেত্রেই যদি এই ধরনের ভুল হয়, তাহলে সাধারণ মানুষের ভোটার তালিকায় কী অবস্থা হয়েছে, তা সহজেই অনুমেয়। তাঁর কথায়, “এটা শুধু ব্যক্তিগত ভুল নয়, গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।”
এই সুযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছেন মহম্মদ সেলিম নিজেও। সংবাদমাধ্যমকে বলেন, 'ভোটার তালিকার মতো গুরুতর একটি প্রক্রিয়াকে কমিশন অত্যন্ত হালকাভাবে নিয়েছে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই এবং কর্মীদের যথাযথ প্রশিক্ষণ না দিয়েই এসআইআর চালানো হয়েছে।' সেলিমের কটাক্ষ, মুখ্য নির্বাচনী আধিকারিক এবং মুখ্য নির্বাচন কমিশনার এই গোটা প্রক্রিয়াকে কার্যত ‘প্রহসন’-এ পরিণত করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত