
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি.স.): দায়িত্ব পেয়ে বুধবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হলেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। কমিটিতে থাকা চার আইপিএস পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার এবং মুরলিধর স্টেডিয়ামের ভিতরে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে স্টেডিয়ামের ভিতরে, মাঠে অবস্থা খতিয়ে দেখার পরে বিধাননগর কমিশনারেটের ভিতরে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। স্টেডিয়ামে যাওয়ার এক ঘণ্টা পরে তাঁরা বেরিয়ে যান।
উল্লেখ্য, যুবভারতীকাণ্ডে ৪ আইপিএস আধিকারিকের নেতৃত্বে এসআইটি বা বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। পীযূষ পাণ্ডে (ডিজি মর্যাদার ডিরেক্টর-সিকিউরিটি), জাভেদ শামিম (এডিজি-আইনশৃঙ্খলা), সুপ্রতিম সরকার (এডিজি-দক্ষিণবঙ্গ), মুরলিধর (বারাকপুরের সিপি)— এই চার পদস্থ আধিকারিককে রাখা হয়েছে এই বিশেষ তদন্তদলে (সিট)। এই সঙ্গে, যুবভারতীতে মেসিকান্ডে কড়া ব্যবস্থা নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ডিজি রাজীব কুমারকে শোকজ, বিধাননগর সিপি মুকেশ কুমারকে শোকজ থেকে সিট গঠন, একাধিক পদক্ষেপ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ