রাজ্যের আর্থিক দেউলিয়া হওয়া নিয়ে তোপ শমীকের
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি স): পশ্চিমবঙ্গের আর্থিক দেউলিয়া হওয়া নিয়ে তোপ দাগলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, তৃণমূল ৯২ হাজার কোটি টাকার ঋণ নিয়ে ক্ষমতায় এসেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিপিএম এমন অবস্থা
রাজ্যের আর্থিক দেউলিয়া হওয়া নিয়ে তোপ শমীকের


কলকাতা, ১৭ ডিসেম্বর (হি স): পশ্চিমবঙ্গের আর্থিক দেউলিয়া হওয়া নিয়ে তোপ দাগলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বুধবার তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, তৃণমূল ৯২ হাজার কোটি টাকার ঋণ নিয়ে ক্ষমতায় এসেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিপিএম এমন অবস্থা করে দিয়ে গেছিল যে কেউ লিজ নিতেও চাইবে না। তবু মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন তৃণমূল সরকার সবটা দায়িত্ব সহকারে দেখবে। এই অবস্থার পরিবর্তন কিভাবে হবে সেটা তাঁকে জিজ্ঞেস করা হলেও তিনি সেভাবে সদুত্তর দিতে পারেননি।

মুখ্যমন্ত্রী বারবার বলেন, বাংলাকে গুজরাট মহারাষ্ট্র হতে দেব না। অথচ সেই মহারাষ্ট্রে বিদেশি বিনিয়োগ পশ্চিমবঙ্গের তুলনায় কয়েক গুণ বেশি। এই রাজ্য থেকে একের পর এক শিল্প ছেড়ে গেছে। পশ্চিমবঙ্গের এই মুহুর্তের শিল্প সম্ভবনা, পরিস্থিতি আজ আমরা একটা পুস্তিকার মাধ্যমে তুলে ধরব।

তিনি এদিন রাজ্যের অরাজকতা এবং অগণতান্ত্রিক পরিস্থিতি নিয়েও সরব হন। তাঁর কথায় সিঙ্গুর, নন্দীগ্রাম প্রসঙ্গও উঠে আসে। বলেন, যদি জমি গ্রহণ দরকার হয় শিল্পের জন্য সেটাও করতে হবে এবং কৃষকদের তার আর্থিক অংশীদারি দিতে হবে। কিভাবে পশ্চিমবঙ্গে বিনিয়োগের কবর খোঁড়া হয়েছে সেই তথ্য তুলে ধরেন পুস্তিকার মাধ্যমে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande