যানজট নিরসনে আগরতলায় গোলাপি রংবিহীন অটোরিকশার বিরুদ্ধে পরিবহন দফতরের অভিযান
আগরতলা, ১৭ ডিসেম্বর (হি.স.) : রাজধানী আগরতলায় যানজট নিরসনে সক্রিয় হল পরিবহন দফতর। শহরের যান চলাচলে গতি আনতে বুধবার বটতলা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এদিন যেসব অটোরিকশায় নির্ধারিত গোলাপি রং নেই, সেগুলির বিরুদ্ধে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী
বিভিন্ন রংয়ের অটো


আগরতলা, ১৭ ডিসেম্বর (হি.স.) : রাজধানী আগরতলায় যানজট নিরসনে সক্রিয় হল পরিবহন দফতর। শহরের যান চলাচলে গতি আনতে বুধবার বটতলা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এদিন যেসব অটোরিকশায় নির্ধারিত গোলাপি রং নেই, সেগুলির বিরুদ্ধে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিয়ে জরিমানা আদায় করা হয়।

উল্লেখ্য, গত জুন-জুলাই মাসে পরিবহন দফতরের তরফে শহর ও শহরতলির অটোরিকশাগুলির জন্য গোলাপি রং বাধ্যতামূলক করা হয়। বিভিন্ন মহকুমা থেকে শহরে আসা অটোগুলির অনিয়ন্ত্রিত চলাচলের ফলে যাতে অযথা যানজট সৃষ্টি না হয়, সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। দফতরের নির্দেশ মেনে শহরের একাংশ চালক তাদের অটোরিকশার রং পরিবর্তন করলেও এখনও বহু অটোচালক তা করেননি।

এই প্রেক্ষিতেই বুধবার বটতলা এলাকায় অভিযান চালিয়ে পরিবহন দফতরের আধিকারিকরা সংশ্লিষ্ট অটোগুলিকে চিহ্নিত করেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এ বিষয়ে মোটর ভেহিকেল ইন্সপেক্টর জানান, সংশ্লিষ্ট অটোচালকদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল এবং মানবিকতার কারণেই দফতর এতদিন অপেক্ষা করেছিল। বর্তমানে যেসব অটোরিকশা নিয়ম ভেঙে শহরে প্রবেশ করছে, তাদের বিরুদ্ধেই এই অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, এখন থেকে প্রতিদিন নিয়ম করে এই ধরনের অভিযান চালানো হবে। শহরকে যানজটমুক্ত রাখাই পরিবহন দফতরের মূল লক্ষ্য বলে জানান তিনি। মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী নিয়ম ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় অব্যাহত থাকবে বলেও স্পষ্ট করা হয়।

উল্লেখ্য, অতিরিক্ত যানবাহনের অনুপ্রবেশের কারণে আগরতলায় যানজট বর্তমানে নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। সেই পরিস্থিতি মোকাবিলায় এবং শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন দফতরের এই বিশেষ অভিযান বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande