কনসার্ন ফর ক্যালকাটার ৪০ তম বর্ষপূর্তি উদযাপন
কলকাতা , ১৮ ডিসেম্বর ( হি. স.): কনসার্ন ফর ক্যালকাটার তরফ থেকে বৃহস্পতিবার কলকাতার স্যাটারডে ক্লাবে আয়োজন করা হলো ৪০ তম বর্ষপূর্তি উদযাপন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুপিটার ওয়াগান্স - র সভাপতি মুরারি লাল লোহিয়া , প্রাক্তন আইএ
কনসার্ন ফর ক্যালকাটা


কনসার্ন ফর ক্যালকাটা


কলকাতা , ১৮ ডিসেম্বর ( হি. স.): কনসার্ন ফর ক্যালকাটার তরফ থেকে বৃহস্পতিবার কলকাতার স্যাটারডে ক্লাবে আয়োজন করা হলো ৪০ তম বর্ষপূর্তি উদযাপন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুপিটার ওয়াগান্স - র সভাপতি মুরারি লাল লোহিয়া , প্রাক্তন আইএএস সি এম বাচাওয়াত এবং ভারত চেম্বার অফ কমার্সের প্রাক্তন সভাপতি রমেশ কুমার সারোগী ।

অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে । এরপর একে একে আগত সকল অতিথিদের বৃক্ষচারা এবং স্মারক প্রদানের মাধ্যমে সম্পন্ন হয় অতিথি বরণ পর্ব । প্রতিষ্ঠানের ৪০ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে নানান আবেগঘন মুহুর্ত ভাগ করে নেন নারায়ণ জৈন। আলোচনায় উঠে আসে বিভিন্ন সময় আয়োজিত সচেতনতামূলক শিবিরের কথা এবং শহরের প্লাস্টিক দূষণ রোধে নেওয়া বিভিন্ন গঠনমূলক পদক্ষেপের কথা ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে বক্তব্য রাখেন জুপিটার ওয়াগন্স - র সভাপতি মুরারি লাল লোহিয়া। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শহরকে দূষণের হাত থেকে রক্ষা করা কতটা প্রাসঙ্গিক , সেই বিষয়ে জোর দিয়েছেন তিনি । শুধু গাছ লাগানো নয় , সেই গাছগুলি রক্ষা করাও প্রত্যেক শহরবাসীর কর্তব্য । তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম ভবিষ্যতের রসদ , তাই তাদের মধ্যে তৈরি করতে হবে বৃক্ষরোপণ এবং স্বচ্ছ শহর নির্মাণের গুরুত্ব । বক্তব্যের রেশ টেনে প্রাক্তন আইএএস সি এম বাচাওয়াত বলেন , বেশ কয়েক দশক ধরে নগরায়নের সঙ্গে বেড়েছে রোগের ঘনঘটা । সুস্থ জীবন যাপনের জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে , নিজের সঙ্গে দশের উন্নয়ন করতে পারলেই ঘটবে সমস্যার নিরসন । তাঁর নাতিদীর্ঘ বক্তব্যের রেশ টেনে ভারত চেম্বার অব কমার্সের প্রাক্তন সভাপতি রমেশ সারোগী কনসার্ন ফর ক্যালকাটার পাশে থাকার বার্তা দেন । এদিন প্রকাশিত হয় কনসার্ন ফর ক্যালকাটার স্মারক পত্র।

এরপর অনুষ্ঠানের অন্যতম বিশিষ্ট অথিতি ওপি ঝুনঝুন ওয়ালার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande