পশ্চিমবঙ্গে কাটমানি ও তোলাবাজির কটাক্ষ লকেটের
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স. ) : বাংলায় শিল্প করতে এলে প্রথমেই কাটমানি ও তোলাবাজির মুখে পড়তে হয়। রাজ্যের শিল্প ও কর্মসংস্থান প্রসঙ্গে এই অভিযোগ করলেন বিজেপি-র সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। সাংবাদিকদের বৃহস্পতিবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদ
লকেট চট্টোপাধ্যায়


কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স. ) : বাংলায় শিল্প করতে এলে প্রথমেই কাটমানি ও তোলাবাজির মুখে পড়তে হয়। রাজ্যের শিল্প ও কর্মসংস্থান প্রসঙ্গে এই অভিযোগ করলেন বিজেপি-র সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।

সাংবাদিকদের বৃহস্পতিবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বলেন, মুখ্যমন্ত্রী শিল্পায়নের দাবি করলেও বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত। তাই শিল্পপতিরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। ফলে রাজ্যের যুবসমাজ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। পশ্চিমবঙ্গ ক্রমশ বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে।

লকেট চট্টোপাধ্যায় বলেন, আজ পশ্চিমবঙ্গ এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে শিক্ষিত যুবসমাজকে চপ-মুড়ি বা ঘুগনি বিক্রির পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি রাজ্যের ব্যর্থ শাসনের প্রতিফলন। তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এই দুর্নীতি, ব্যর্থতা ও তোষণমূলক রাজনীতির উপযুক্ত জবাব দেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande