
বারাসাত, ১৮ ডিসেম্বর ( হি. স.)- বারাসাত পুলিশ জেলার ২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল বৃহস্পতিবার বারাসাত জেলা পুলিশের সদর দফতর দোলতলা পুলিশ লাইনে। এদিন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী, বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) দুর্বার ব্যানার্জী, বারাসাতের এসডিপিও বিদ্যাগর আজিংকে, দেগঙ্গার বিধায়িকা রহিমা মন্ডল, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, বারাসাত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট অতিথি ও আধিকারিকরা।দুই দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পুলিশের কয়েকশো পুলিশ কর্মী অংশগ্রহণ করেন। পাশাপাশি অতিথিরাও বিভিন্ন ইভেন্টে অংশ নেন। এয়ার গান শুটিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন নারায়ণ গোস্বামী, দ্বিতীয় হন রহিমা মন্ডল এবং তৃতীয় স্থান পান রথীন ঘোষ। শর্ট ফুটবল কিক প্লে বিভাগে প্রথম হন সুনীল মুখোপাধ্যায়, দ্বিতীয় নিমাই ঘোষ এবং তৃতীয় স্থান অধিকার করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।আগামীকাল শুক্রবার ২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়