
কলকাতা, ১৮ ডিসেম্বর(হি.স.) : বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হাতে নিগৃহীত ডাক্তার নুসরাত পারভীন। বিহারের ঘটনায় তা়র হিজাবে হাত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক সুবিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করে ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম। পুলিশের নৈতিকতার বিরুদ্ধে এবং নারীর মর্যাদা, স্বাধীনতা ও সমতার অধিকারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার রাজপথে সামিল এক হাজারেরও অধিক মহিলা। বিভিন্ন ধর্ম ও পটভূমির নারীদের নিয়ে এই শান্তিপূর্ণ মশাল মিছিলের নেতৃত্বের পুরোভাগে ছিলেন মেয়র কন্যা প্রিয়দর্শিনী হাকিম।
‘হাত হটাও; শাড়ি থেকে হিজাব—সম্মান সর্বজনীন’ শীর্ষক ব্যানারে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং থেকে মিছিল শুরু হয়ে গড়িয়াহাট ক্রসিংয়ের দিকে এগিয়ে যায়।
প্রতিবাদকারীদের হাতে ছিল অগ্নি মশাল - প্রতিবাদ ও সংহতির প্রতীক। নারীর পোশাক নিয়ে যে কোনও রকম পুলিশিংয়ের প্রচেষ্টার বিরুদ্ধে সরব হন অংশগ্রহণকারীরা। তাঁদের বক্তব্য, নারীর প্রতি সম্মান কখনও বাছাই ভিত্তিক হতে পারে না, তা কোনও শর্তের অধীনেও নয়।
বৃহস্পতিবারের মিছিলটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ ছিল আগাগোড়া। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, এই মিছিল সংবিধানস্বীকৃত অধিকার এবং গণতান্ত্রিক মতপ্রকাশের প্রতি তাঁদের দৃঢ় অঙ্গীকারেরই প্রকাশ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত