শিল্পমঞ্চ থেকে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি . স. ) : ব্যবসায়ীদের বাধা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৮ ডিসেম্বর (হি . স. ) : ব্যবসায়ীদের বাধা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের শিল্প-সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি বললেন, শিল্পবান্ধব বাংলায় ব্যবসায়ীদের পাশে রাজ্য সরকার। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হাতিয়ার করে কেন্দ্র সরকার বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। নিয়োগ দুর্নীতি-সহ নানা মামলায় নেতা-মন্ত্রীদের গ্রেফতারির নেপথ্যেও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই অভিযোগ করেন মমতা।

একাধিকবার এই অভিযোগ করেছেন মমতা। এদিনও তিনি বলেন, এবার রাজ্যে শিল্পের বিকাশকে বাধা দিতে কেন্দ্র ব্যবসায়ীদের ‘টার্গেট’ করেছেন। ব্যবসায়ীদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। সারাক্ষণ এজেন্সির ভয় দেখালে ব্যবসা করবে কী করে?”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande