
রায়পুর, ১৮ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের কাঙ্কের জেলার বাদে তেওয়াদা গ্রামে এক ধর্মান্তরিত হওয়া ব্যক্তির শেষকৃত্য ঘিরে বিরোধ চরমে ওঠে। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা চার্চে অগ্নিসংযোগ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।
বিক্ষুব্ধ গ্রামবাসীরা বৃহস্পতিবার একটি চার্চে অগ্নিসংযোগ ও গ্রামপ্রধানের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
প্রশাসনের হস্তক্ষেপে বিতর্কিত দেহটি কবর থেকে তুলে গ্রাম থেকে বাইরে পাঠানো হয়েছে। টানা কয়েক দিন ধরে চলা অস্থিরতার জেরে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও গ্রামে নজরদারি বাড়ানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী সমাজের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। একাংশ ধর্মান্তরণের বিরোধিতা করলেও অন্য পক্ষ কবর থেকে দেহ তোলার বিরোধিতা করেছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য