১০০ দিনের কাজ ‘গান্ধীহীন’ করার জবাব, রাজ্যের ‘কর্মশ্রী’-র নাম হবে ‘মহাত্মা-শ্রী’
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি স)। বিরোধীদের তুমুল হইহট্টগোলের মধ্যেই সংখ্যাধিক্যের জোরে ‘জিরামজি’ বিল লোকসভায় পাশ করানো হল। ১০০ দিনের কাজ প্রকল্পকে ‘গান্ধীহীন’ করার পথে আরও একধাপ মোদি সরকারের! কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
১০০ দিনের কাজ ‘গান্ধীহীন’ করার জবাব, রাজ্যের ‘কর্মশ্রী’-র নাম হবে ‘মহাত্মা-শ্রী’


কলকাতা, ১৮ ডিসেম্বর (হি স)। বিরোধীদের তুমুল হইহট্টগোলের মধ্যেই সংখ্যাধিক্যের জোরে ‘জিরামজি’ বিল লোকসভায় পাশ করানো হল। ১০০ দিনের কাজ প্রকল্পকে ‘গান্ধীহীন’ করার পথে আরও একধাপ মোদি সরকারের! কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধেই সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই অবস্থায় রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর নামে ‘মহাত্মা-শ্রী’ রাখা হবে বলে ঘোষণা করেন তিনি।

একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে মমতা বলেন, ”মনরেগা প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ যাওয়া লজ্জার। যদি তারা জাতির পিতাকে সম্মান দিতে না পারে, তাহলে আমরা করব। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে যোগ দেন প্রশাসনিক প্রধান। সেখানেই ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল নিয়ে সরব হন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ”মনরেগা (১০০ দিনের কাজের প্রকল্প) থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হল! লজ্জা হচ্ছে, আমরা জাতির জনককে ভুলে যাচ্ছি।” এর পরেই বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই কর্মশ্রী প্রকল্পের নাম ‘মহাত্মা-শ্রী’ নামে রাখা হবে বলে জানান। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, নেতাজি থেকে শুরু করে গান্ধীজি, স্বাধীনতা সংগ্রামীদের আমরা সম্মান দিতে জানি।

১০০ দিনের কাজের টাকা প্রসঙ্গে বৃহস্পতিবারের বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী তোপ দাগেন কেন্দ্রের বিরুদ্ধে। অভিযোগ করেন, ‘'১০০ দিনের কাজ, আবাস যোজনার প্রাপ্য অর্থ দিচ্ছে না কেন্দ্র। তা সত্ত্বেও সাধারণ মানুষদের জন্য বহু প্রকল্প চালাচ্ছে রাজ্য সরকার।”

মুখ্যমন্ত্রী বলেন, 'এ-রাজ্যের পর্যটনশিল্প আন্তর্জাতিক স্তরেও স্বীকৃত। দুর্গাপুজো ও কালীপুজোকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ।শিলিগুড়িতে তৈরি হবে মহাকাল মন্দির।'

মঙ্গলবার ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলে বিল পেশ করেন শিবরাজ চৌহান। মনরেগা বা এমজিএনরেগা-র নাম বদল করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM-G (সংক্ষেপে জি রাম জি) করার প্রস্তাব দেওয়া হয় ওই বিলে।

প্রস্তাবিত বিলে ১০০ দিনের কাজের পরিমাণ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হচ্ছে। এর ফলে রাজ্যগুলির উপর চাপ বাড়ছে। কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande