দ্বিতীয় সপ্তাহেও অদ্বিতীয় ধুরন্ধর, ধুঁকছে কিস কিসকো প্যায়ার করু ২
মুম্বই, ১৮ ডিসেম্বর ( হি. স.): প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। চিত্রনাট্য, পরিচালনা ও প্রাণবন্ত অভিনয়ে মুক্তির পর থেকেই ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। আট থেকে আশি—সব বয়সের দর্শকের প্রশংসা পেয়েছে ‘ধুরন্ধর’।
দ্বিতীয় সপ্তাহে অদ্বিতীয় ধুরন্ধর


মুম্বই, ১৮ ডিসেম্বর ( হি. স.): প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। চিত্রনাট্য, পরিচালনা ও প্রাণবন্ত অভিনয়ে মুক্তির পর থেকেই ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। আট থেকে আশি—সব বয়সের দর্শকের প্রশংসা পেয়েছে ‘ধুরন্ধর’।

বৃহস্পতিবার বক্স অফিসের তরফে জানানো হয়েছে, ছবিটি দ্বিতীয় বুধবার অর্থাৎ ১৩ তম দিনে আয় করেছে ২৫.৫০ কোটি টাকা। এর আগে ১২ দিনে এই ছবি আয় করেছে ৩০.৫ কোটি এবং ১১ দিনে আয় করেছে ৩০.৫ কোটি টাকা। এখনও পর্যন্ত ছবির মোট দেশীয় আয় ৪৩৭ কোটি টাকা, বিশ্বব্যাপী আয় ৬৩৯ কোটি টাকা ।

অন্যদিকে , বক্স অফিসের দৌঁড়ে পিছিয়ে কপিল শর্মার ছবি কিস কিসকো প্যায়ার করু ২। বক্স অফিসের তরফে জানানো হয়েছে ছবিটি পঞ্চম দিনে আয় করেছে ১.১ কোটি টাকা । এখনও পর্যন্ত ছবিটি মোট আয় করেছে ১০ কোটি টাকা । রনবীর সিংয়ের ধুরন্ধরের সঙ্গে পাল্লা দিতে কার্যত হিমশিম অবস্থা এই ছবির । ছবির আয়ের গতি পরিচালক ও প্রযোজক মহলে বাড়িয়েছে চিন্তা ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande