
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.) : মুক্তির আগেই নেট দুনিয়ায় ফাঁস হয়ে গেল মার্ভেল স্টুডিয়োজের বহুল প্রতীক্ষিত ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র প্রথম ট্রেলার। টম হল্যান্ড অভিনীত এই ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় মার্ভেল অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, ট্রেলারটি অনলাইনে ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই নির্মাতারা কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ভিডিওটি সরানোর প্রক্রিয়া শুরু করেন। এক ঘণ্টার মধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি অপসারণ করা হয়। দ্রুত পদক্ষেপের ফলে অনেকের ধারণা, ফাঁস হওয়া ট্রেলারটি আসল ছিল। বুধবার জানা গেছে, একটি ডেস্কটপ কম্পিউটার থেকে ট্রেলারটি চালিয়ে রেকর্ড করা হয়েছিল। ভিডিওর কিছু অংশ অস্পষ্ট হলেও অডিও ছিল স্পষ্ট।
ফাঁস হওয়া ট্রেলার অনুযায়ী, ছবিতে অভিনেত্রী স্যাডি সিঙ্ক-কে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় অনেকে অনুমান করছেন, তাঁকে ‘জিন গ্রে’ চরিত্রে উপস্থাপন করা হতে পারে। ট্রেলারে পিটার পার্কারকে তার হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করতে দেখা যায়, যা গল্পে নতুন মোড় আনছে।
জানা গেছে, ছবির শুটিং সম্প্রতি শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩১ জুলাই ২০২৬ বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য