
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি. স.): বৃহস্পতিবার দিল্লি পরিবহণ নিগম (ডিটিসি)-তে যুক্ত হলো ১০০টি নতুন ই-বাস (বৈদ্যুতিক বাস)| দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই বাস যুক্ত করার পাশাপাশি ধৌলা কুয়াঁ থেকে হরিয়ানার ধারুহেরা পর্যন্ত আন্তঃরাজ্য ই-বাস পরিষেবার সূচনা করেন। এই অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী ড. পঙ্কজ কুমার সিং উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধান বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যেই ডিটিসি-তে ১০০টি নতুন ই-বাস যুক্ত করা হয়েছে। তিনি জানান, আগামী বছরের মধ্যে ডিটিসি-র সমস্ত বাসকে বৈদ্যুতিক বাসে রূপান্তর করার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে দিল্লির গণপরিবহণ ব্যবস্থা সম্পূর্ণভাবে দূষণমুক্ত করা যায়।
ধৌলা কুয়াঁ–ধারুহেরা আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা এই পরিষেবা ফের চালু করা হয়েছে। আধুনিক সুবিধাসম্পন্ন এই ই-বাসগুলি একদিকে যেমন দূষণ কমাবে, তেমনই প্রতিদিন দিল্লি–এনসিআর অঞ্চলে যাতায়াতকে আরও নিরাপদ ও আরামদায়ক করে তুলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য