সাহারানপুরে ৪ লক্ষ টাকার বেশি জাল নোট উদ্ধার, গ্রেফতার এক
সাহারানপুর, ১৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সাহারানপুরে জাল নোটের একটি বড় চক্রের হদিশ মিলেছে। রাজস্থান পুলিশের জয়পুর কমিশনারেটের একটি দল বুধবার গভীর রাতে সাহারানপুরে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্তের বাড়ি থেকে ৪.৩০ লক্ষ ট
সাহারানপুরে জয়পুর পুলিশের হানা, ৪.৩০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার; গ্রেফতার


সাহারানপুর, ১৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সাহারানপুরে জাল নোটের একটি বড় চক্রের হদিশ মিলেছে। রাজস্থান পুলিশের জয়পুর কমিশনারেটের একটি দল বুধবার গভীর রাতে সাহারানপুরে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্তের বাড়ি থেকে ৪.৩০ লক্ষ টাকার জাল নোট, নোট ছাপার যন্ত্র উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নিজের বাড়িতেই গত ছয় মাস ধরে জাল নোট ছাপার কাজ করছিল। সে আসল ১ লক্ষ টাকার বদলে ৩ লক্ষ টাকার জাল নোট সরবরাহ করত এবং একাধিক রাজ্যে তা পাঠিয়েছে বলেও জেরায় স্বীকার করেছে।

এর আগে জয়পুর থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করে ২.৯০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়। জেরায় তাদের কাছ থেকেই সাহারানপুরের সূত্র মেলে। তদন্তকারীদের ধারণা, জেরার পর জাল নোটের একটি বড় আন্তঃরাজ্য চক্রের পর্দাফাঁস হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande