কাঁকুড়গাছিতে ভস্মীভূত অক্সিজেন সিলিন্ডার মজুত থাকা একটি গুদাম
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল অক্সিজেন সিলিন্ডার মজুত থাকা একটি গুদাম-সহ একাধিক কারখানা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কাঁকুড়গাছির ঘোষবাগান এলাকায়। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল ও স্থানীয় সূত্
কাঁকুড়গাছিতে ভস্মীভূত অক্সিজেন সিলিন্ডার মজুত থাকা একটি গুদাম


কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল অক্সিজেন সিলিন্ডার মজুত থাকা একটি গুদাম-সহ একাধিক কারখানা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কাঁকুড়গাছির ঘোষবাগান এলাকায়। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অক্সিজেন সিলিন্ডার মজুত থাকা ওই গুদামে আগুন লাগার পরে সিলিন্ডারগুলি ফাটতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কয়েকটি সিলিন্ডার উড়ে গিয়ে আশপাশের এলাকায় পড়ে। বিস্ফোরণের তীব্রতায় গুদামটির আশপাশে থাকা একাধিক বহুতলের জানলা-দরজার কাচ ভেঙে গিয়েছে। ওই গুদামের পাশে ছিল তিনটি লোহার কারখানা এবং একটি গেঞ্জির কারখানা। আগুনের গ্রাস থেকে কোনওটিই রক্ষা পায়নি। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে দেখা যায়, পোড়া গুদামের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande