
নদিয়া, ১৮ ডিসেম্বর (হি.স.) : নদিয়া জেলায় একটি বড় অভিযান চালিয়ে সোনা চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফের ৩২তম ব্যাটালিয়ন মালুয়াপাড়া সীমান্ত ফাঁড়িতে ৫১০ গ্রাম ওজনের সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে, যার মূল্য আনুমানিক ৬.৭ লক্ষ টাকা। অভিযান চলাকালীন দুই ভারতীয় চোরাচালানকারীকে আটক করা হয়।
বিএসএফ সূত্রে জানা গেছে, ১৭ ডিসেম্বর সকালে মালুয়াপাড়া সীমান্ত ফাঁড়িতে থাকা জওয়ানরা খবর পায় যে কিছু চোরাচালানকারী বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের পরিকল্পনা করছে। তথ্য পেয়ে এলাকায় নজরদারি বাড়ানো হয়। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ জওয়ানরা, বাঁশের ঝোপের আড়ালে লুকিয়ে থাকা এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তের দিকে আসতে দেখে। এরপর জওয়ানরা এগিয়ে গেলে ওই ব্যক্তি কোনও প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করে।
তল্লাশির সময় সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে দুটি প্লাস্টিক-মোড়া প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলি পরীক্ষা করার পর, ভিতরে চারটি সোনার বিস্কুট পাওয়া যায়। চোরাকারবারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সে জানায় যে সেই সোনা তার গ্রামের অন্য একজনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এর পর, বিএসএফ সদস্যরা দ্রুত পদক্ষেপ নেয় এবং রাঙ্গিয়াপোতা গ্রামে অভিযান চালায় এবং তার তথ্যের ভিত্তিতে দ্বিতীয় চোরাকারবারীকে তার বাড়ি থেকে আটক করে।
উভয় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য মালুয়াপাড়া সীমান্ত ফাঁড়িতে আনা হয়, যেখানে তারা স্বীকার করে যে এই অবৈধ চোরাচালানের জন্য অর্থের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিএসএফের সতর্কতার কারণে, সময়মতো এই চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। বাজেয়াপ্ত সোনাসহ উভয় চোরাকারবারীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি