“অবৈধ আয়ে যদি উন্নয়ন হয়, তবে রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে” — বাঁকুড়ায় তৃণমূলকে কড়া আক্রমণ জিতেন্দ্র তিওয়ারির
বাঁকুড়া, ১৮ ডিসেম্বর (হি.স.) : অবৈধ উপায়ে অর্থ রোজগারকেই যদি উন্নয়ন বলা হয়, তাহলে এই রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে—এই ভাষাতেই তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য মুখপাত্র জিতেন্দ্র তিওয়ারি। বৃহস্পতিবার বাঁকুড়ার বিজেপি জেলা কার্যাল
অবৈধ উপায়ে অর্থ রোজগার যদি উন্নয়ন হয় তাহলে এরাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে : জিতেন্দ্র তেওয়ারি


বাঁকুড়া, ১৮ ডিসেম্বর (হি.স.) : অবৈধ উপায়ে অর্থ রোজগারকেই যদি উন্নয়ন বলা হয়, তাহলে এই রাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে—এই ভাষাতেই তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য মুখপাত্র জিতেন্দ্র তিওয়ারি। বৃহস্পতিবার বাঁকুড়ার বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি রাজ্য সরকারের উন্নয়ন দাবিকে প্রশ্নের মুখে ফেলেন।

জিতেন্দ্র তিওয়ারি বলেন, গ্রামীণ উন্নয়ন যদি বাস্তবেই হয়ে থাকে, তবে তার বিচার করবেন সাধারণ মানুষই। বাঁকুড়া একটি গ্রামপ্রধান জেলা, তাই এখানকার মানুষ নিজেরাই বুঝছেন আদৌ কী উন্নয়ন হয়েছে। তিনি অভিযোগ করেন, বালি ও কয়লা পাচার, চাকরি বিক্রি, ডিএম–এসডিও–বিডিও দফতরের উন্নয়ন খাত থেকে কাটমানির মাধ্যমে অর্থ উপার্জন—এই সবকিছুকেই উন্নয়ন হিসেবে তুলে ধরা হচ্ছে।

এসআইআর বিতর্ক ও খসড়া ভোটার তালিকা প্রকাশের প্রেক্ষিতে দলীয় নির্দেশে বাঁকুড়ায় আসেন জিতেন্দ্র তিওয়ারি। সাংবাদিক বৈঠকে তিনি তৃণমূল কংগ্রেস সরকারের একাধিক দুর্নীতির অভিযোগ সংবলিত একটি বই তুলে ধরেন। বইটির নাম— “পশ্চিমবঙ্গ শিল্পের শ্মশানভূমি”। তাঁর দাবি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কর্মসংস্থানের সংকট তীব্র হয়েছে এবং রাজ্যের ঋণের বোঝা ক্রমশ বাড়ছে।

তিনি আরও অভিযোগ করেন, পরিকাঠামো ছাড়াই সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে, যার ফলে সঠিক পরিষেবা মিলছে না এবং অল্প সময়ের মধ্যেই বদলি করতে হচ্ছে চিকিৎসক ও কর্মীদের। শিল্পের পরিবেশ ধ্বংস হওয়ায় রাজ্যের অর্থনীতি আজ গভীর সংকটে—এমনটাই দাবি তাঁর।

এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী।

অন্যদিকে, বিজেপির এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়ায় রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, রাজ্য সরকার উন্নয়ন ও শিল্পায়নের পথেই এগোচ্ছে। বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande