ফসল বিমায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিমা সংস্থার ম্যানেজার
মহোবা, ১৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মহোবা জেলায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় ভুয়ো নথি ব্যবহার করে ব্যাপক দুর্নীতির ঘটনা সামনে এসেছে। এই মামলায় বিমা সংস্থা-র জেলা ম্যানেজার ১১২ দিন পলাতক থাকার পর পুলিশ গ্রেফতার করেছে। অতিরিক্ত
ফসল বিমা দুর্নীতিতে গ্রেফতার বিমা সংস্থার ম্যানেজার, কোটি টাকার জালিয়াতি


মহোবা, ১৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মহোবা জেলায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় ভুয়ো নথি ব্যবহার করে ব্যাপক দুর্নীতির ঘটনা সামনে এসেছে।

এই মামলায় বিমা সংস্থা-র জেলা ম্যানেজার ১১২ দিন পলাতক থাকার পর পুলিশ গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার বন্দনা সিং জানান, জাল নথির মাধ্যমে বেআইনিভাবে বিমা পলিসি করে আর্থিক সুবিধা নেওয়া হয়েছিল।

জেলাশাসকের নির্দেশে তদন্তে বিমা সংস্থা, জনসেবা কেন্দ্র ও কৃষি বিভাগের যোগসাজশ ধরা পড়ে। এখনও পর্যন্ত ২৬ জনের বিরুদ্ধে মামলা, যার মধ্যে ২৩ জনকে জেল পাঠানো হয়েছে। এক কৃষি আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande