
হুগলি, ১৮ ডিসেম্বর (হি.স.) : আদালতে যাওয়ার দৈনন্দিন পথে নেমে এল চরম বিপর্যয়। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন আরামবাগ আদালতের সরকারি আইনজীবী বিকাশ রায় (৬৯)।
তাঁর আকস্মিক প্রয়াণে আরামবাগ শহর জুড়ে, বিশেষ করে আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে আরামবাগের দেবনাথ হাসপাতালের কাছে, বাসুদেবপুর–বলুন্ডি রোডে।
সূত্রের খবর, একটি দ্রুতগতির ট্রাক্টরের সঙ্গে বিকাশ রায়ের বাইকের সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও স্থানীয় চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
আইনজীবী বিকাশ রায় আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হালদার পুকুর এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সরকারি আইনজীবী হিসেবে আরামবাগ আদালতে দায়িত্ব পালন করছিলেন। সততা ও পেশাদারিত্বের জন্য সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত