
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স. ) : পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নারী ও নাবালিকা সুরক্ষা নিয়ে রাজ্যকে তোপ দাগলেন দলের সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।
সল্ট লেকস্থিত রাজ্য বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি হাওড়া জেলার এক মর্মান্তিক ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, আজকের পশ্চিমবঙ্গে নারী ও নাবালিকারাও নিরাপদ নয়। তৃণমূল কংগ্রেসের কাটমানি ও তোলাবাজি সংস্কৃতির বিরোধিতা করায় একটি পরিবারের উপর নির্মম প্রতিশোধ নেওয়া হয়েছে।
জমি কেনার পর তোলা দিতে অস্বীকার করায় ১৩ বছরের এক নাবালিকার উপর পাশবিক নির্যাতনের চেষ্টা ও প্রাণঘাতী হামলা চালানো হয় বলে অভিযোগ করেন লকেট। ওই নাবালিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযুক্তদের রাজনৈতিক সুরক্ষা দেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট তৃণমূল কংগ্রেসের বিধায়কের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এই ঘটনাকে অত্যন্ত গুরুতর ও সংবেদনশীল বলে উল্লেখ করে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত