ব্যবসায়ীদের কাজ করার স্বাধীনতার সওয়াল মমতার
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স. ) : “ব্যবসায়ীদের কাজ করার স্বাধীনতা দিতে হবে। সব ব্যাপারে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন নেই।''’ বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “পশ্চিমবঙ্গ অত্যন্ত শান্তিপূর্ণ র
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স. ) : “ব্যবসায়ীদের কাজ করার স্বাধীনতা দিতে হবে। সব ব্যাপারে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন নেই।'’ বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

“পশ্চিমবঙ্গ অত্যন্ত শান্তিপূর্ণ রাজ্য। বিদেশ থেকেও এখানে লগ্নি এনেছেন”। এই দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, তা সত্ত্বেও প্রায়শই রাজ্যে শিল্প, কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। যদিও কাজ দিয়ে বারবার বিরোধীদের কথার জবাব দিয়েছেন তিনি। বলেন, পশ্চিমবঙ্গ এশিয়ার অন্যতম বড় লজিস্টিক হাব, যা শিল্পক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

“এর আগে ১২-১৬ ঘণ্টা লোডশেডিং হত। এখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।” এই দাবি করে এদিনের মঞ্চ থেকে রাজ্যের শিল্প-সাফল্যের খতিয়ানও তুলে ধরেন তিনি।

বলেন, 'দেউচা পাচামির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

রাজ্যের কর্মসংস্থান এবং বেকারত্ব প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, '২ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। ৪০ শতাংশ বেকারত্ব কমানো গিয়েছে। পুরুলিয়ায় জঙ্গল সুন্দরী প্রকল্পের কাজ চলছে। তথ্যপ্রযুক্তিক্ষেত্রে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এ-রাজ্যের সিলিকন ভ্যালি ৩৫ হাজার কোটির বিনিয়োগ টেনেছে।'

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande