
বাঁকুড়া, ১৮ ডিসেম্বর (হি.স.): খসড়া ভোটার তালিকায় বাদ পড়া ভোটারদের শুনানির প্রক্রিয়ায় সর্বাত্মক সহায়তা করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা মানস ভূঁইয়া। বৃহস্পতিবার বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় বিএলও সহ নেতাকর্মীদের নিয়ে বৈঠকে এই নির্দেশ দেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মানস ভূঁইয়া বলেন, সম্প্রতি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় যেসব ভোটারের নাম বাদ পড়েছে, তাঁদের পাশে দাঁড়িয়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করতে সহযোগিতা করতে হবে। পাশাপাশি যেসব যুবক-যুবতী আগামী ১ জানুয়ারি ১৮ বছর পূর্ণ করছেন, তাঁদের ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার ক্ষেত্রেও দলীয় কর্মীদের সক্রিয় ভূমিকা নিতে হবে।
তিনি কর্মীদের সতর্ক করে বলেন, এসআইআর পরবর্তী কাজ অত্যন্ত কঠিন হতে চলেছে। আগামী দিনে এই দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করতেই হবে। মানস ভূঁইয়া আরও বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন—যেন কোনও বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
উল্লেখ্য, এসআইআর সংক্রান্ত বিষয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া—এই তিনটি সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভূঁইয়াকে। সেই কারণেই তাঁর এই জেলা সফর। এর আগে তিনি পুরুলিয়া সফর করেছেন এবং পরে বিষ্ণুপুরে যাবেন। এই তিন সাংগঠনিক জেলায় দলের বিএলও ও জেলা নেতৃত্বের কাজের প্রশংসা করেন তিনি। পাশাপাশি বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শ্যামল শঙ্কর রায়ের ভূমিকাকেও সাধুবাদ জানান।
এদিকে মানস ভূঁইয়ার জেলা সফরের সময় বিজেপির রাজ্য মুখপাত্র জিতেন্দ্র তিওয়ারিও বাঁকুড়ায় এসে সাংবাদিক বৈঠকে তৃণমূলের উন্নয়ন নিয়ে কড়া সমালোচনা করেন। সে প্রসঙ্গে মানস ভূঁইয়া বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, রাজ্য সরকার শিল্পায়নের পথেই এগিয়ে চলেছে। বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট