শ্রীভূমির মালেগড়ে সিপাহি বিদ্রোহের বীর শহিদের স্মরণ
শ্রীভূমি (অসম), ১৮ ডিসেম্বর (হি.স.) : সিপাহি বিদ্রোহের পটভূমি শ্ৰীভূমির জেলা সদরের উপকণ্ঠ লাতুর মালেগড়ে আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক সিপাহি বিদ্রোহের বীর শহিদদের স্মরণ অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠানে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাজ্ঞাপন
মালেগড়ে সিপাহি বিদ্রোহের শহিদের স্মরণ


শ্রীভূমি (অসম), ১৮ ডিসেম্বর (হি.স.) : সিপাহি বিদ্রোহের পটভূমি শ্ৰীভূমির জেলা সদরের উপকণ্ঠ লাতুর মালেগড়ে আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক সিপাহি বিদ্রোহের বীর শহিদদের স্মরণ অনুষ্ঠান পালিত হয়েছে।

অনুষ্ঠানে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। স্থানীয় জনগণ ও ইতিহাসপ্রেমী মানুষের কাছে এই স্মৃতিস্তম্ভ প্রেরণার উৎস হিসেবে পরিচিত। ১৮৫৭ সালের মহাবিদ্রোহ দেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম সুসংগঠিত আন্দোলন হিসেবে ইতিহাসে চিহ্নিত। সেই আন্দোলনে আত্মবলিদানকারী শহিদদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ করে চলেছে।

এই স্মৃতিস্তম্ভ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও সুস্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। শ্রীভূমি জেলা প্রশাসন ও সীমান্ত সুরক্ষা বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্স-এর যৌথ আয়োজনে মালেগড়ে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় শহিদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কল অফিসার জাগ্রীতি কালোয়ার, সহকারী আয়ুক্ত রংবামন তেরন, প্রাক্তন সাংসদ (রাজ্যসভা) মিশনরঞ্জন দাস, বিএসএফ-এর কমান্ডেন্ট সহ পাটকাই ট্রেকার্স-এর পদাধিকারী ও সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শহিদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তারা ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য ও স্বাধীনতা সংগ্রামে শহিদদের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, এই আত্মত্যাগ ভবিষ্যৎ ও নবপ্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande