কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে নিন্দা প্রস্তাব গৃহীত
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স.) : দিল্লি''তে সংসদের অধিবেশনের ঢেউ এবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে পৌঁছেছে। বঙ্কিমদা ইস্যুতে বৃহস্পতিবার এক নিন্দা প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। কলকাতা পুর অধিবেশনে তৃণমূল কংগ্রেস পুরপিতা অরূপ চক্রবর্তী এই সংক
কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে নিন্দা প্রস্তাব


কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স.) : দিল্লি'তে সংসদের অধিবেশনের ঢেউ এবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে পৌঁছেছে। বঙ্কিমদা ইস্যুতে বৃহস্পতিবার এক নিন্দা প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। কলকাতা পুর অধিবেশনে তৃণমূল কংগ্রেস পুরপিতা অরূপ চক্রবর্তী এই সংক্রান্ত প্রস্তাব বৃহস্পতিবার উত্থাপন করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অগ্নিযুগের বিপ্লবীদের সঞ্জীবনী মন্ত্র ছিল বন্দে মাতরম। অথচ সেই স্লোগানেই নেমে এসেছে নিষেধাজ্ঞা। এমনকি বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে - বঙ্কিম দা বলে সম্বোধন করে আরেকবার বাঙালির অস্মিতার উপরে আঘাত হানার অপচেষ্টা তথা প্রচেষ্টা অব্যাহত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর এই সাংস্কৃতিক আক্রমণের বিরুদ্ধে কলকাতা পুরসভার সমস্ত জনপ্রতিনিধি দলমতের ঊর্ধ্বে নিন্দা জানাক। তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। একদিকে, এর বিপক্ষে অর্থাৎ বিজেপির তরফে বক্তব্য রাখেন - সজল ঘোষ। প্রবল বিরোধিতা করেছেন। অন্যদিকে, এর বিপক্ষে - অসীম কুমার বোস ও বৈশ্বানর চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। মেয়র জবাবী ভাষণে বলেন, - বাংলা তথা ভারতের স্বাধীনতা আন্দোলনে বেনিয়াপার্টির কোনও ভূমিকা নেই। সুনির্দিষ্ট এই প্রস্তাবের নিন্দা করে বিজেপির প্রতি কটাক্ষ করেছেন তিনি। এই প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে দীর্ঘ আলোচনা শেষে আজকের অধিবেশনে তা গৃহীত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande