সিউড়ী–দীঘা এসি পাবলিক বাস পরিষেবার উদ্বোধন, পর্যটন ও যাতায়াতে নতুন দিগন্ত
সিউড়ী, ১৮ ডিসেম্বর ( হি. স.) : বীরভূম জেলার সিউড়ী থেকে সমুদ্রনগরী দীঘা পর্যন্ত এসি পাবলিক বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বৃহস্পতিবার। সিউড়ী বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক বিকাশ রায় চৌধুরী এই পরিষেবার শুভ সূচনা করেন। নতুন এই বাস পরিষেবার
বাস পরিষেবা


সিউড়ী, ১৮ ডিসেম্বর ( হি. স.) : বীরভূম জেলার সিউড়ী থেকে সমুদ্রনগরী দীঘা পর্যন্ত এসি পাবলিক বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো বৃহস্পতিবার। সিউড়ী বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক বিকাশ রায় চৌধুরী এই পরিষেবার শুভ সূচনা করেন। নতুন এই বাস পরিষেবার ফলে সিউড়ী ও আশপাশের এলাকার সাধারণ মানুষ, পর্যটক এবং কর্মজীবীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, রাজ্য সরকারের উদ্যোগে গণপরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত ও জনবান্ধব করার লক্ষ্যে এই এসি বাস পরিষেবা চালু করা হলো। প্রতিদিন সকালে সিউড়ী থেকে দীঘার উদ্দেশে এবং দীঘা থেকে সিউড়ীর উদ্দেশে এই বাস রওনা দেবে। ফলে স্বল্প সময়ে আরামদায়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিত হবে।স্থানীয় বাসিন্দাদের মতে, আগে দীঘায় যেতে একাধিক যানবাহন বদল করতে হতো কিংবা দীর্ঘ সময়ের ভ্রমণে ক্লান্তি বেড়ে যেত। নতুন এসি বাস পরিষেবা চালু হওয়ায় পর্যটনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যও বাড়বে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande