
মালদা, ১৮ ডিসেম্বর ( হি. স.) : চাঁচল বিধানসভার বরুই গ্রাম পঞ্চায়েতের চয়নপুর গ্রামে দীর্ঘদিনের জলসংকট মেটাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল। জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে একটি সোলার সাব মার্সিবল পাম্প বসানোর কাজের শিলান্যাস করা হয় বৃহস্পতিবার। জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপলাইন বসানো হলেও এখনও পর্যন্ত জল সরবরাহ চালু হয়নি। ফলে এলাকাবাসীকে বাধ্য হয়ে অগভীর নলকূপের জল ব্যবহার করতে হচ্ছিল। গ্রীষ্মকালে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং পানীয় জলের তীব্র সংকটে পড়েন গ্রামবাসীরা। অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধিদের জানানো হলেও এতদিন সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি বলে দাবি স্থানীয়দের।বছরখানেক আগে এলাকার মানুষ তাঁদের সমস্যার কথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলামকে জানালে তিনি সমাধানের আশ্বাস দেন। এদিন শিলান্যাস হওয়ায় খুশি গ্রামবাসীরা। তাঁদের আশা, এই প্রকল্প চালু হলে পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে রবিউল ইসলামকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার দাবিও তুলেছেন এলাকার মানুষজন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়